Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ১০ হাজার কোটি টাকায় উন্নীত

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২১ ১৬:৫০ | আপডেট: ১০ জুন ২০২১ ১৯:১১

ঢাকা: প্রথমবারের মতো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৫ লাখ ১০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দিনশেষে ডিএসই‘র বাজার মূলধন আগের দিনের চেয়ে ১৭৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ টাকা। এটি পুঁজিবাজারের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বাজার মূলধন।

এদিকে পুঁজিবাজারে বাজার মূলধনের পাশাপাশি বেড়েছে সব সূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেযারের দাম। তবে এদিন আর্থিক লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইতে ৩৬৭টি কোম্পানির ৮৫ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ১২৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ১৪৯ টির এবং ৯টির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ টাকা। আগের দিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭০০ কোটি ৫৫ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

উল্লেখ্য, বাজার মূলধন বলতে বুঝায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সমস্ত শেয়ারে সর্বশেষ বাজার মূল্য।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ পুঁজিবাজার বাজার মূলধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর