তথ্য লুকানোর কিছু নেই: পরিকল্পনামন্ত্রী
১০ জুন ২০২১ ১৩:২৩
ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তথ্য লুকানোর কিছু নেই। ৯৯ শতাংশ ক্ষেত্রে সরকারি তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই। শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে ১ শতাংশ গোপনীয়তা রয়েছে। আগামীতে হয়ত সেইটুকুও গোপন রাখার প্রয়োজন নাও হতে পারে।
বৃহস্পতিবার (১০ জুন) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত বিবিএস গ্লোসারি (কনসেপ্টস এন্ড ডেফিশেন) শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। মূল প্রবদ্ধ উপস্থাপন করেন ন্যাশনাল স্ট্রাটেজি ফর দ্য ডেভেলপমেন্ট অব স্টাটিসটিকস (এনএসডিএস) প্রকল্পে পরিচালক দিলদার হোসেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, কোনো তথ্য লুকাবেন না। আপনাদের জরিপে যদি কোনো ভয়ংকর কিছু আসে, সেক্ষত্রে মহাপরিচালক ও সচিবকে জানাবেন। তারা মনে করলে আমাকে জানাবেন। আমি মনে করলে সরকার প্রধানকে জানাবো।
তিনি আরও বলেন, সরকার বিবিএসের ওপর নির্ভরশীল। বিশেষ করে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে মূল আকর আসে বিবিএস থেকে। এজন্য পরিসংখ্যান ব্যুরোর বিশুদ্ধতা দরকার। আমরা জনগণের পক্ষে কাজ করি। আমলাদের দক্ষতা বাড়াতে হবে। বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে।
মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, অনেক জরিপ বা শুমারির ফলাফল নিয়ে বিতর্ক হয়। এতে একেকজন একেক রকম ব্যাখা দিয়ে থাকেন। এসব বিতর্কেরও অবসান ঘটাবে এই প্রকাশনাটি।
সারাবাংলা/জেজে/এএম
কনসেপ্টস এন্ড ডেফিশেন টপ নিউজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিএস গ্লোসারি