Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৩৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২১ ১৩:১৯

ঠাকুরগাঁও: জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে ৩৯ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়ালো এক হাজার ৮৫১ জনে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল ৪৩ জন।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ৯ জুন পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিক ও সদর হাসপাতালে পরীক্ষার পর নতুন করে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৯ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৮ জন, রানীশংকৈল উপজেলায় চার জন, পীরগঞ্জ উপজেলায় ছয় জন এবং হরিপুর উপজেলায় দুই জন শনাক্ত হয়েছেন। পূর্বের আক্রান্তদের মধ্যে বিএসএমএমইউ ঢাকায়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন দুই জন। মৃতদের মধ্যে একজন বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৭ বছর বয়সী একজন পুরুষ এবং অন্যজন হরিপুর উপজেলা নিবাসী ৫০ বছর বয়সী একজন মহিলা।

সারাবাংলা/একেএম

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর