Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিদেশি রিভলবারসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২১ ০৮:৫৪

সুনামগঞ্জ: পৌর এলাকায় বিদেশি রিভলবারসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৯ জুন) রাতে তাদেরকে আটক গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার দুজন হলেন, ওয়েজখালীর মৃত সামছুল হকের ছেলে মো. সুলেমান (৩৪)ও মো. আব্দুল মান্নানের ছেলে মো. আবিদ হাসান (২৪)।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সুনামগঞ্জে অভিযান চালায়। এসময় তারা সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়েজখালী এলাকা থেকে বিদেশি রিভালবারসহ সুলেমান ও আবিদকে গ্রেফতার করেন। পরে তাদেরকে অস্ত্রসহ সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সুনামগঞ্জ র‌্যাবের উপপরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ বললেন, রাতে অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় র‍্যাব বাদি হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেছে।

ওসি মো. শহিদুর রহমান বললেন, গ্রেফতার দুই আসামিকে হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

বিদেশি রিভলবার সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর