Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে শিক্ষার্থীদের মন্তব্যে আপত্তি চবির রাজনীতি বিভাগের

চবি করেসপন্ডেন্ট
৯ জুন ২০২১ ২৩:৫৪ | আপডেট: ৯ জুন ২০২১ ২৩:৫৫

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজবিজ্ঞান অনুষভুক্ত রাজনীতি বিজ্ঞান বিভাগ সম্পর্কে ‘সামাজিক মাধ্যমে’ কোনো কিছু মন্তব্য না করতে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে বিভাগ নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করলে শিক্ষার্থীদের কী শাস্তি হতে পারে সেটি উল্লেখ করা নেই।

বুধবার (৯ মে) বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম সই করা এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এ বিভাগ সম্পর্কে কোন মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করবে না। এতে বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে উল্লেখ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে উক্ত বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘চার মাস অতিবাহিত হলেও অনার্সের ফলাফল এখনও হয়নি। ফলাফল আটকে আছে। কয়েকদিন ধরে বিভাগের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে লেখালেখি হচ্ছে। এটা নিয়েই হয়ত এই বিজ্ঞপ্তি দেওয়া। কী কারণে ফলাফল প্রকাশ সম্ভব হচ্ছে না। শিক্ষকদের গড়িমসি নিয়ে সামাজিক মাধ্যমে লেখা যাবে না। এটি তো হতে পারে না।’

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, ‘ডিপার্টমেন্ট এর ভেতরে কী আছে সেটা সম্পর্কে তো আমি জানি না। তবে এ রকম কোনো নোটিশ না দিয়ে ডিপার্টমেন্ট হিসেবে দুর্নীতিমুক্ত, একদম ভালোভাবে করত। সেটাই ভালো হতো। সে ক্ষেত্রে কারোর খারাপ মন্তব্য করার সুযোগ থাকবে না। তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে সেক্ষেত্রেও খারাপ মন্তব্য করবে না। এই যে নোটিশ দিসে তাদের দুর্বলতা আছে বলে মনে হচ্ছে।’

তবে এ বিষয়ে জানতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগমকে একাধিকবার ফোন করলেও তিনি কোন কল রিসিভ করেননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/একে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেসবুক রাজনীতি বিজ্ঞান বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর