যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকা অনুদান হস্তান্তর
সারাবাংলা ডেস্ক
৯ জুন ২০২১ ২২:২২ | আপডেট: ৯ জুন ২০২১ ২২:২৩
৯ জুন ২০২১ ২২:২২ | আপডেট: ৯ জুন ২০২১ ২২:২৩
ঢাকা: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) এর ফলে সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহী জেলার কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে যমুনা ব্যাংকের সম্মানিত পরিচালক, মুন্সিগঞ্জের সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্ট-এর প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মহোদয়ের আন্তরিক সদিচ্ছা ও বিশেষ উদ্যোগে আর্থিক সহায়তা হিসেবে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন যমুনা ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখা’র উপ-ব্যবস্থাপক ও এফএভিপি অনুপ কুমার ঘোষ।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের ও যমুনা ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখা’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সারাবাংলা/একেএম