মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল পাসের জন্য সংসদে উত্থাপনের সুপারিশ
৯ জুন ২০২১ ১৮:৩১ | আপডেট: ৯ জুন ২০২১ ১৮:৩২
ঢাকা: মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল জাতীয় সংসদে পাসের জন্য সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি সুপারিশ করেছে। এছাড়া যাত্রীদের স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং দ্রুততম সময়ে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিলটি চলতি অধিবেশনে পাস হতে পারে বলে জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
বুধবার (৯ জুন) একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান এবং মো. আছলাম হোসেন সওদাগর বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বৈঠকে নদীতে পলিমাটি জমার কারণ, উৎস উদঘাটনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আর্থিক সহযোগিতায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে স্ট্যাডি করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করে। এছাড়া বৈঠকে বিআইডব্লিউটিসি’র আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী পৃথকভাবে আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়।
সারাবাংরা/এএইচএইচ/পিটিএম