Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোরো সংগ্রহ অভিযান যেকোনো মূল্যে সফল করতে হবে: খাদ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২১ ১৭:৪৫

ঢাকা: চলমান বোরো সংগ্রহ অভিযান যেকোনো মূল্যে সফল করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করে চলমান সংগ্রহ অভিযানকে সফল করতে হবে।

বুধবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে ‌‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২১ অগ্রগতি পর্যালোচনা’ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। ধান বিক্রি করতে আসা কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। কৃষকের কষ্টের ফসল বিক্রি করতে এসে কেউ যেন অস্মানিত না হন সেদিকে খেয়াল রাখতে হবে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, খাদ্য অধিদফতরের কর্মকর্তা, আঞ্চলিক এবং জেলা খাদ্য কর্মকর্তারা ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ২৮ এপ্রিল ধান এবং ৮ মে চাল সংগ্রহ অভিযান ২০২১ এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবছর বোরো মৌসুমে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

খাদ্যমন্ত্রী বোরো সংগ্রহ অভিযান