Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে করোনা আক্রান্ত ২ স্কুলশিক্ষকের মৃত্যু

সুলতান হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২১ ১১:১০

লালমনিরহাট: জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজন স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১৬ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জন।

মঙ্গলবার (৮ জুন) রাতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ খবর নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- অমিতা দেবো ও জিয়াউল হক মণ্ডল লুলু। তারা দুজনেই নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অমিতা দেবো লালমনিরহাট শহরে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন জিয়াউল হক মণ্ডল লুলু (৫৫)। ওই দুইস্কুল শিক্ষকই লালমনিরহাট শহরের সাপটানা বাজার এলাকার বাসিন্দা ছিলেন।

লালমনিরহাট সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৭-৩৮ শতাংশ, যা দুই মাসে আগেও ছিল ১০-১১ শতাংশ। মঙ্গলবার ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর দিয়ে আসা চার শিক্ষার্থীসহ আট ব্যক্তির করোনা শনাক্ত হয়। এ নিয়ে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেরত আসা চার শিক্ষার্থীসহ ১০ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। সোমবার করোনা শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজনের (৪০) বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়, আরেকজনের বাড়ি (৪০) নীলফামারীর সৈয়দপুর উপজেলায়।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর