নারী পাচার চক্রের আরেক সদস্য গ্রেফতার
৯ জুন ২০২১ ১০:১২ | আপডেট: ৯ জুন ২০২১ ১০:১৪
ঢাকা: ভারতে নারী পাচারের সঙ্গে জড়িত আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেশী দেশটিতে পাচার হয়ে ৭৭ দিনের নির্যাতন ও বন্দীদশা থেকে পালিয়ে সম্প্রতি দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এ মামলায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ধাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে আসামি আকবর আলীকে (৫৫) গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে গত ২ জুন সাতক্ষীরা সীমান্ত থেকে মুলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। আর গত ৭ জুন দুইজনকে গ্রেফতার করা হয়। আগে গ্রেফতার হওয়া সকলে রিমান্ডে রয়েছে। এ নিয়ে মামলায় মোট আটজনকে গ্রেফতার হয়েছে।
বেঙ্গালুরুর হোটেলের বন্দীদশা থেকে পালিয়ে আসা তরুণী টিকটক হৃদয়ের ফাঁদে পড়ে ভারতে পাচার হয়েছিল। গত ১ জুন হাতিরঝিল থানায় ১২ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী তরুণী।
সারাবাংলা/ইউজে/এনএস