Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্নকে বিএসটিআইয়ের ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২১ ০১:৪০ | আপডেট: ৯ জুন ২০২১ ১০:২৬

সুপার শপ স্বপ্ন (ফাইল ছবি)

ঢাকা: সনদ ছাড়া পণ্য বিক্রি ও বিতরণ করার অপরাধে সুপার শপ স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) রাজধানীর সবুজবাগ এলাকায় ওই অভিযান চালানো হয় বলে বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিএসটিআই বলছে, সবুজবাগের স্বপ্ন সুপার শপকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক মো. শাহজাহান অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

জরিমানা বিএসটিআই সুপার শপ স্বপ্ন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর