Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় নৌকাডুবি: শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২১ ২২:৫২

সিরাজগঞ্জ: জেলার চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে তাহমিনা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ এখনো আরও ২জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃত শিশুর বাড়ি শাহজাদপুর উপজেলায় হলেও বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি পুলিশ সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেলে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকা ঘাট হতে ১৫-১৬জন যাত্রী ও কাঁঠাল নিয়ে শাহজাদপুর উপজেলার বানতিয়ার ইউনিয়নে যাওয়ার পথে জনতা স্কুল সংলগ্ন এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা একটি নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে কয়েকজনকে উদ্ধারের পাশাপাশি নদী থেকে তাহমিনার মৃতদেহও উদ্ধার করেন তারা। খবর পেয়ে চৌহালী থানা পুলিশের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। তবে, নদী উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মাঝ নদীতে নৌকাটি ডুবে যাওয়ায় নৌকা ও নিখোঁজ দুইজনকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ছোট ট্রলার ডুবে এক শিশুর মৃত্যু এবং দুইজন নিখোঁজ থাকার বিষয়টি তিনি শুনেছেন।

সারাবাংলা/একেএম

নিখোঁজ যমুনায় নৌকাডুবি শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর