Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬২

আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন ২০২১ ১৯:৫৮

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ঘোটকি জেলার দারকি শহরের কাছে দুইটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু বেড়ে ৬২ তে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলের হুঁশিয়ার করেছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। খবর বিবিসি।

সোমবার (৭ জুন) স্থানীয় সময় সকালে ওই দুর্ঘটনা ঘটে।

করাচি থেকে সারগোদাগামী মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ডাউনট্রাকে চলে যাওয়ার পর রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়।

এদিকে, দুর্ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে রেলওয়ের কর্মী এবং প্যারামিলিটারি বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

উদ্ধারকাজে অংশ নিচ্ছেন এমন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মরদেহ পরিবহণ ছাড়া এখন আর কোনো সহযোগিতা করার সুযোগ নেই। রাস্তা ভাঙা থাকার কারণে মৃতদেহ ট্রাকটরে পরিবহণ করতে হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/একেএম

ট্রেন দুর্ঘটনা পাকিস্তান মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর