Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি তরুণীকে নির্যাতন: আরও দুইজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২১ ১৮:২২

ঢাকা: সম্প্রতি ভারতে বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও দুইজনের পাঁচ দিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— আমিরুল ইসলাম (৩২) ও আবদুস সালাম মোল্লা (৩৬)।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মহিউদ্দিন ফারুক আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

এসময় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। তবে এদিন আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

রিমান্ড শুনানি চলাকালে আসামি আমিরুল ইসলাম বলেন, আমি মোটরসাইকেল ভাড়ায় চালাই। গতকাল বিকেলে আমি ঘুমিয়ে ছিলাম। এরপর আমার মোবাইলে একটা কল আসে। মোটরসাইকেল ভাড়া নিবে বলে বাজার থেকে আমার মোবাইল নাম্বার সংগ্রহ করে কল দিয়েছে বলে জানায়। আমাকে বাজারে আসতে বলে। আমি বাজারে যাই। এরপর আমাকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে আসে। আমার পরিবারে সাত জন লোক। আমরা খুবই গরীব। আমার বাবা ভ্যান চালায়। আমি ঘটনার বিষয়ে কিছু জানি না।

এরপর শুনানি শেষে আদালত দুইজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, নির্যাতন ও বন্দিদশা থেকে সম্প্রতি পালিয়ে দেশে ফিরে গত ১ জুন রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেছিলেন ওই তরুণী। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে। মামলাটিতে গত ৩ জুন মেহেদি হাসান, মহিউদ্দিন ও আবদুল কাদেরের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/এসএসএ

বাংলাদেশি তরুণীকে নির্যাতন রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর