Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন নির্বাচন চাই না: জিয়াউদ্দিন বাবলু

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২১ ১৫:৪২ | আপডেট: ৮ জুন ২০২১ ১৭:২৪

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, নির্বাচন নিয়ে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে। তারপরও আমরা জাতীয় পার্টির বক্তব্য নিয়ে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাই। সেজন্য আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচনে অংশ গ্রহণ করি। তবে আগামী ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে আমরা কোনো নির্বাচন চাই না। ওইদিনে উপ-নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও নির্বাচনের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ জুন) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এসব কথা বলেন। এসময় আগামী ১৪ জুলাই এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে ঘোষিত উপনির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। প্রধান নির্বাচন কমিশনার আমাদের দাবির যৌক্তিকতা অনুধাবন করে পুর্নাঙ্গ কমিশনের বৈঠক করে নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।’

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘আগামী ১৪ জুলাই উপনির্বাচনের তারিখ দেওয়া হয়েছে। কিন্তু সেদিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই দিনটি আমাদের জন্য শোকের দিন, সবার জন্য মনোবেদনার দিন। তাই ১৪ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করায় জাতীয় পার্টির নেতা, কর্মী এবং অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের সবাই মনোক্ষুন্ন হয়েছে। ১৪ জুলাই দিনভর ঢাকা এবং ঢাকার বাইরে নানা কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টির জন্য ১৪ জুলাই নির্বাচনে অংশ নেওয়া দূরুহ হয়ে পড়বে। তাই পার্টির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে আমরা স্মারকলিপি দিয়েছি।’

এর আগে, বেলা ১১টায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক সুমন আশরাফ, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং নির্বাচন কমিশনের পরিচালক (গণসংযোগ) এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

এরশাদ জাতীয় পার্টি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর