Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালভার্টের মুখে বাঁধ দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২১ ১২:০৯

রাজবাড়ী: কালভার্টের মুখে মাটির বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সবুজ গাজী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ী জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার মানিক তলা এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (৭ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান। সবুজ গাজী ভবদিয়া এলাকার আবুল গাজীর ছেলে।

বিজ্ঞাপন

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান বলেন, ‘মানিক তলা এলাকায় কালভার্টের একপাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি এবং অপরপাশে রয়েছে বিল। ফসলি জমিতে জলাবদ্ধতা রোধে জমির পানি বিলে প্রবাহিত হবার জন্যই মূলত সড়কের ওপরে সরকারিভাবে কালভার্ট তৈরি করা হয়। এছাড়া পাটচাষিরা ওই কালভার্টের নিচ দিয়ে পাট বিলের মধ্যে নিয়ে ডুবিয়ে রেখে পাটকাঠি থেকে পাটের আঁশ ছাড়ানোর কাজটি করে থাকেন। কিন্তু সবুজ গাজী বিলের দিকে কালভার্টের মুখে মাটির বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার উদ্দেশ্য ছিলো বিলে পানি আবদ্ধ করে মাছের খামার তৈরি করা।’

তার বাঁধ নির্মাণের কারণে কালভার্টের অপর পাশে ফসলি জমিতে জলাবদ্ধতা তৈরি হয়ে কৃষকদের ফসলের ক্ষতি হবার আশঙ্কা তৈরি হয়। যে কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ঙ ধারায় সবুজ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে পানি প্রবাহে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে জন্য বাঁধ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কালভার্ট বাঁধ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর