Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ২৩:৫৪

ঢাকা: দুর্নীতি দমন কমিশনে আসা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপূর্ত ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু ও তার স্ত্রী খুলনা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের সম্পদ দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। সোমবার (৭ জুন) দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এই তথ্য জানা গেছে।

দুদকের আদেশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে তাদের ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণী দাখিল করতে হবে। সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া ব্যক্তি ও তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী একুশ কার্যদিবসের মধ্যে কমিশন বরাবর দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

আদেশে আরও বলা হয়েছে, যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা বিবরণী দাখিল করেন তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে ঢাকা রাজউকের নগর স্থিতিস্থাপক প্রকল্পের পরিচালক এবং প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আবদুল লতিফ হেলালী ও তার স্ত্রী রোজিনা বেগমেরও সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদেরও। এছাড়া রাজউকের সাবেক অফিস সহকারী মো. আব্দুল জলিল আকন্দ ও তার স্ত্রী জাহানারা বেগমেরও সম্পদের হিসাব এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

সারাবাংলা/এসজে/এসএসএ

দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর