Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সীমান্তে দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ২৩:৩৪

ফাইল ছবি

ঢাকা: দেশে সীমান্তের কিছু এলাকায় নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়েছে। সংক্রমণ প্রতিরোধে দরিদ্রদের বিনামূল্যে করোনার পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৭ জুন) রাজধানীর কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপওএস) অডিটরিয়ামে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, সীমান্তের কিছু এলাকায় সংক্রমণ বেড়েছে। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে না পড়ে, সেজন্য দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বলেন, প্রসূতি মাসহ শিশুদের সব সেবা হাসপাতালে নিশ্চিত করা হয়েছে। তাই গর্ভবতী মাসহ সবাইকে হাসপাতালে চিকিৎসা নিতে আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অন্যদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর এবং স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/এসএসএ

টপ নিউজ বিনামূল্যে করোনা পরীক্ষা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর