সাতক্ষীরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ১০:১১ | আপডেট: ৭ জুন ২০২১ ২২:১৮
৭ জুন ২০২১ ১০:১১ | আপডেট: ৭ জুন ২০২১ ২২:১৮
সাতক্ষীরা: পৃথক বজ্রপাতের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) রাতে সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে এবং তালা উপজেলার নগরঘাটা গ্রামে এই দুই মৃত্যুর ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের রাবেয়া খাতুন রোববার রাতে ঝড়বৃষ্টির সময় বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপরদিকে, নিজের মাছের ঘেরে থাকাকালে বজ্রপাতে প্রাণ হারান তালা
উপজেলার নগরঘাটা গ্রামের কিশোর মন্ডল (৩৭)।
পুলিশ জানায়, ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসএ