Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়-ব্যয়ের হিসাব চেয়ে রাজনৈতিক দলগুলোকে ইসি’র চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ২১:০০ | আপডেট: ৭ জুন ২০২১ ২৩:২২

ঢাকা: বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই হিসাব জমা দিতে হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার (৭ জুন) ইসি’র উপসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই চিঠিতে বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে ও কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আর্থিক লেনদেন একটি হিসাব রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করে তার এক কপি কমিশনে জমা দিতে হবে। দলগুলোর সুবিধার্থে আয়-ব্যয়ের হিসাব কীভাবে দিতে হবে, তার একটা নমুনা ছকও ওই চিঠির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসি’র কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ইসি’র সেই দলের নিবন্ধন বাতিল করার এখতিয়ার রয়েছে। বর্তমানে ইসি’তে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে।

সারাবাংলা/জিএস/এনএস

আয়-ব্যয়ের হিসাব টপ নিউজ রাজনৈতিক দলগুলোকে ইসি’র চিঠি

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর