জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তির কার্যক্রম স্থগিত
৭ জুন ২০২১ ১৯:২৬ | আপডেট: ৭ জুন ২০২১ ২১:৫৪
ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে। দেশের করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে আগামী ৮ জুন থেকে শুরু হতে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির অনলাইন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তির কার্যক্রমও স্থগিত থাকবে।
ভর্তি সম্পর্কিত সকল কার্যক্রম ও নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সারাবাংলা/টিএস/এনএস