Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কায় বৃষ্টি-বন্যা-ভূমিধসে ১৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৭ জুন ২০২১ ১৫:৪০ | আপডেট: ৭ জুন ২০২১ ২০:১১

শ্রীলঙ্কায় অবিরাম বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, লাখো মানুষ গৃহহীন রয়েছেন। খবর রয়টার্স।

রোববার (৬ জুন) দ্বীপ দেশটির দক্ষিণ-পশ্চিমের সমভূমি অঞ্চলে নদী উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়। নিম্নাঞ্চল থেকে মানুষকে নিরাপদে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

এ ব্যাপারে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোদিপপিলি জানান, বন্যার পানি নামতে শুরু করলেও, ১০ জেলায় ভূমিধসের সতর্কতা এখনো বহাল থাকবে।

বৃষ্টি-বন্যা-ভূমিধসে দুই লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার আবহাওয়া দফতর অবশ্য বৃষ্টিপাত কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, শ্রীলঙ্কা যখন কোভিডজনিত বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে তখনই দেশটি এ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল। দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য জারি করা মাসব্যাপী লকডাউন ১৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/একেএম

টপ নিউজ বন্যা বৃষ্টি মৃত্যু শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর