Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ১৫:৩১ | আপডেট: ৭ জুন ২০২১ ১৯:০৯

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমি অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে। দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে। আমরা সবাই চাই, এগুলো বন্ধ করতে হবে। বন্ধ হচ্ছে। আগের মতো অবস্থা নেই। আগে সিমেন্টের নাম করে বালি আসত। একটার নাম করে আরেকটা আসত। আন্ডারইনভয়েসিং, ওভারইনভয়েসিং আগের মতো হয় না। একদম বন্ধ হয়ে গেছে বলব না। পত্রপত্রিকায় দেখতে পাই না।

সোমবার (৭ জুন) সংসদে মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে ছাঁটাই প্রস্তাব তোলার সময় বিভিন্ন সংসদ সদস্যের সমালোচনার পর মন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘যখন ক্ষমতায় আসি তখন পুঁজিবাজারে লেনদেন এক লাখ ৪ হাজার কোটি টাকা ছিল। তা এখন পাঁচগুণ বেড়েছে। গড় লেনদেন ছিল দৈনিক ২৮ কোটি টাকা যা এখন ৩০ গুণ বেড়েছে। তাহলে পুঁজিবাজার বসে গেল কেমনে?’

তিনি বিরোধী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘বিদেশে পাচার হয়ে যাচ্ছে টাকা। কারা করছে সে নামগুলো আমাদের দেন। এই কাজটি করলে আমাদের জন্য সহজ হবে। যারা টাকা পাচার করতেন তারা অনেকেই জেলে আছে। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই। কারা টাকা নিয়ে যায়, লিস্ট আমার কাছে নেই। লিস্ট আপনাদের কাছে থাকলে আমাদের দেন।’

মন্ত্রী বলেন, ‘আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে ১৫টি আইন দেখতে পারবেন। এগুলো বন্ধ করার জন্য। আমি নিজে জানি কীভাবে এগুলো হয়। কারা করে জানি না। অদক্ষ ব্যবস্থাপনা, আনইফেকটিভ ম্যানেজমেন্টের জন্য এগুলো হয়। আমরা সংস্কারমুখী কাজ করব। নতুন নতুন আইন করব। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন দায় নিয়ে কাজ করতে পারে সে ব্যবস্থা করে দেব। কোনো টলারেন্স নেই। টাকা এখন দেশে আসে।’

বিজ্ঞাপন

মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে ছাঁটাই প্রস্তাবে বক্তব্য রাখেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, রুমিন ফারহানা, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, জাতীয় পার্টির রওশন আরা মান্নান।

সারাবাংলা/এএইচএইচ/একে

অর্থমন্ত্রী জাতীয় সংসদ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর