Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ. লীগ ক্ষমতায় আসলেই শেয়ার বাজার শুয়ে পড়ে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ১৫:১১ | আপডেট: ৭ জুন ২০২১ ১৬:৪৮

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই শেয়ার বাজার শুয়ে পড়ে। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, শেয়ার বাজার শুয়ে পড়ল। ২০০৯ সালে আবর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, শেয়ার বাজার শুয়ে পড়ল। এ যে এক অদ্ভূত অবস্থা।

সোমবার (৭ জুন) সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন, ২০১৯ সালে সরকারি হিসাব মতে মন্দ ঋণের পরিমাণ ছিল এক লাখ ৫৫ হাজার কোটি টাকা। ২০২০ সালে সেটা কমে দাঁড়ায় এক লাখ ১০ হাজার কোটি টাকা। ২০২১ সালে এসে জানা গেল, মন্দ ঋণের পরিমাণ ৮৮ হাজার কোটি টাকা মাত্র। আসলে ব্যাংকে মন্দ ঋণের পরিমাণ কত?

তিনি বলেন, একবার সংসদে ৩০০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হলো। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনো জানা গেল না। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক এক একটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা জনগণের টাকা হরিলুট করছে। ব্যাংকে যে টাকা থাকে তা আমজনতার টাকা। সেই টাকা এক ব্যাংকের পরিচালকের সঙ্গে আরেক ব্যাংকের পরিচালকদের ভালো সম্পর্ক থাকার কারণে আরেক ব্যাংককে ঋণ নেয়। ঋণ নেওয়ার সময় তারা জানে এই ঋণ তারা আর পরিশোধ করবে না। সেই টাকা চলে যায় বিদেশে।

গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটির তথ্য তুলে ধরে বিএনপির এই সাংসদ বলেন, দেশ থেকে বছরে প্রায় এক লাখ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। ১০ বছরে প্রায় ৯ লাখ টাকা কোটি টাকা বিদেশে চলে গেছে।

রুমিন ফারহানা বলেন, সাবেক অর্থমন্ত্রী (আবুল মাল আবদুল মুহিত) স্পষ্ট কথা বলতেন। দলের বিরুদ্ধে গেলেও বলতেন। তিনি বলেছিলেন, ব্যাংকের অনুমোদন দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। একটা দেশে যখন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক অনুমোদন দেওয়া হয় তখন সেই দেশের অর্থনীতির কাজ সম্পর্কে বলতে নিশ্চয়ই চিন্তা করতে হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একেএম

আওয়ামী লীগ ব্যারিস্টার রুমিন ফারহানা শেয়ার বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর