Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোয়ালখালীতে উদীচীর রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ

সারাবাংলা ডেস্ক
৭ জুন ২০২১ ০১:৫০

চট্টগ্রাম ব্যুরো: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা উদীচী।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বোয়ালখালী উপজেলা কার্যালয়ে গত শনিবার (৫ জুন) তিন কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি পরিবেশন করা হয় গান ও কবিতা।

উদীচী বোয়ালখালী শাখা সংসদের সভাপতি অরুণ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দাশের সঞ্চালনায় তিন কবিকে স্মরণ করে বক্তব্য রাখেন রবীন্দ্র গবেষক ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সহ-সভাপতি অধ্যাপক কানাই দাশ, বাকবিশিস’র বোয়ালখালী কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেন, বোয়ালখালী উপজেলা খেলাঘরের সভাপতি আবুল ফজল বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সুদর্শন দাশ এবং বোয়ালখালী উদীচীর সহ-সম্পাদক অভিজিত ধর।

এ বিষয়ে কানাই দাশ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশাল সাহিত্যকীর্তির জন্য বাঙালির রক্তস্রোতে মিশে আছেন। তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত রচয়িতা ও শিল্পী, চিত্রশিল্পী, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। এক কথায় বহুমুখী প্রতিভার সমন্বয় ঘটেছিল তার বর্ণময় দীর্ঘ কর্মজীবনে।’

আমীর হোসেন বলেন, ‘কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। তিনি বাংলা সাহিত্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল চিন্তা-চেতনার সমাজ তৈরিতে ভূমিকা রেখে গেছেন। বাংলা সাহিত্য, সমাজ, ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কবি নজরুল।’

বিজ্ঞাপন

আলোচনা শেষে উদীচী বোয়ালখালী শাখা সংসদের সদস্যদের কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্র ও নজরুল সংগীত এবং সুকান্তের কবিতা।

সারাবাংলা/আরডি/এনএস

বোয়ালখালী উদীচী রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ