Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া মামলায় কারাবাস: জড়িতদের খুঁজতে সিআইডিকে নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ০০:৩৩

ঢাকা: ঝালকাঠির এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া মামলা করে জেল খাটানোর বিষয়ে জড়িতদের খুঁজে বের করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ আগস্ট দিন ঠিক করেছেন আদালত।

রোববার (৬ জুন) এক আবেদনের শুনানি নিয়ে ওই মামলার কার্যক্রম স্থগিত করে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, ঢাকা মহানগর হাকিমের আদালতে ঝালকাঠি থানার রাজাপুরের রফিকুল ইসলামের বিরুদ্ধে জাকির হোসেন নামে একজন ভুয়া বাদী সাজিয়ে ধানমন্ডির ঠিকানা দিয়ে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারায় পিটিশন মামলা দায়ের করে। পরে এ মামলায় গ্রেফতার করে হাজতে পাঠানো হয়। আটদিন জেল খাটার পর জামিনে বের হয়ে তিনি খোঁজ নিয়ে ওই ঠিকানা ও বাদীর কোনো অস্তিত্ব পাননি।

একইসঙ্গে জানতে পারেন ব্যবসায়িক শত্রুতাবশত কয়েকজন লোক এ সাজানো মামলাটি করেছেন। ‘বিষয়টি নিয়ে প্রতিকার চেয়ে আদালতে দরখাস্ত দাখিল করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হলে শুধু বাদীর ঠিকানা যাচাইয়ের আদেশ দেওয়া হয় এবং রিপোর্টে ঠিকানার অস্তিত্ব নেই বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ মামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কোনো প্রতিকার না পেয়ে উচ্চ আদালতে আবেদন করেন রফিকুল ইসলাম। সেই আবেদনের শুনানি নিয়ে আজ আদালত রুলসহ আদেশ দিলেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

কারাবাস ভুয়া মামলা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর