Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বজ্রপাতে আরও ২ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ১৭:৫৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বজ্রপাতে স্কুল ছাত্রসহ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একদিনে চট্টগ্রামে বজ্রপাতে চারজন মারা গেলেন। এছাড়া একই ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রোববার (৬ জুন) বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় গরজংগিয়া পাহাড়ে এক দিনমজুর এবং মীরসরাই উপজেলার সায়েরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়।

বোয়ালখালীতে মৃত মো.জাহাঙ্গীর (৩৯) পেশায় দিনমজুর। তিনি উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের মোস্তফা কামালের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া বোয়ালখালী থানার এএসআই মো. মোস্তফা সারাবাংলাকে বলেন, ‘দিনমজুর জাহাঙ্গীর গরজংগিয়া পাহাড়ে গুচ্ছগ্রাম এলাকায় লেবুক্ষেতে কাজ করছিলেন। তিনি বজ্রপাতে আহত হয়ে ক্ষেতে পড়েছিলেন। পরে স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে দুপুর ২দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে মীরসরাই উপজেলায় মৃত সাজ্জাদ মিরসরাইয়ের কমরআলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মোশাররফ হোসেন।

মীরসরাই থানার এসআই আতাউর রহমান জানান, সকালে বাবার সঙ্গে নিজেদের ক্ষেতে কাজ করার সময় সাজ্জাদ বজ্রপাতে মারা যান। বজ্রপাতে মোশাররফও আহত হয়েছেন।

এর আগে সকালে ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগর ইউনিয়নে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই নারী মারা যান। আহত হন আরও দুই নারী।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ বজ্রপাত মৃত্যু

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর