Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিন্দুকেরা মুখে যাই বলুক, দেশ এগিয়ে যাচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ১৭:৫৫

ঢাকা: সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, নিন্দুকেরা মুখে যাই বলুক, দেশ এগিয়ে যাচ্ছে। সোনার বাংলা গড়ার কাজ প্রায় শেষের পথে।

রোববার (৬ জুন) জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ছুটির কারণে উৎপাদন প্রক্রিয়া বন্ধ থাকায় অর্থনীতি ব্যাহত হয়। মহামারির ধারাবাহিকতায় অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজের দরিদ্র অংশ। তাদের দীর্ঘ সময়ে ভোগান্তি লাঘবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।’

সাবেক মন্ত্রী আরও বলেন, ‘প্রবাসী আয় বৃদ্ধির জন্য সরকার নগদ প্রণোদনা দিয়েছে। এতে প্রবাস আয় বৃদ্ধিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে দেশে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে দক্ষ জনবল বিদেশে পাঠানোর মাধ্যমে প্রবাসী আয় আরও বাড়বে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

আবুল হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর