Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারেই হত্যা মামলার আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ১৭:৫৫

নেত্রকোনা: নেত্রকোনা জেলা কারাগারে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। মৃত আসামির নাম আব্দুল মতিন মিয়া (৬০)। রোববার (৬ জুন) ভোর সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়।

মৃত আব্দুল মতিন মিয়া নেত্রকোনা সদরের সিংহের বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামের প্রয়াত ছমেদ আলীর ছেলে। জেলা কারাগারের সুপার আব্দুল কদ্দুস সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আব্দুল কদ্দুস বলেন, রোববার ফজরের নামাজ পড়ার সময় আসামি আব্দুল মতিন মিয়া হৃদরোগে আক্রান্ত হন। এ সময় মতিনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যা মামলায় এই হাজতি গত বছরের ২ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

নেত্রকোনা মডেল থানার ওসি শাকের আহমেদ জানান, হত্যা মামলার আসামি আব্দুল মতিন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনএস

কারাগারে আসামির মৃত্যু নেত্রকোনা হত্যা মামলার আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর