Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আউয়াল দম্পতির ব্যাংক হিসাব জব্দের আদেশ কেন অবৈধ নয়

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ১৭:৩৭

ঢাকা: পিরোজপুরের সাবেক সাংসদ একেএমএ আউয়াল ও তার স্ত্রীর লায়লা পারভীনের জ্ঞাতআয়বহির্ভূত সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দের আদেশ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৬ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আউয়াল দম্পতির পক্ষে ছিলেন আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু।

এর আগে দুদকের আবেদনের শুনানি নিয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি ঢাকা মহানগর আদালতের বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ দিয়েছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর প্রায় ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুটি মামলা দায়ের করা হয়। সংস্থাটির উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলা দুটিতে আউয়ালের বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার ও লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

প্রথম মামলার অভিযোগে বলা হয়, একেএমএ আউয়াল অবৈধ উপায়ে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ১৫ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।

দ্বিতীয় মামলার অভিযোগে আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকার অবৈধ সম্পদের তথ্য রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আউয়াল দম্পতি ব্যাংক হিসাব জব্দ হাইকোর্ট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর