Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ১০ বছরের মধ্যে পুঁজিবাজারে একদিনে সর্বোচ্চ লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ১৭:২৭ | আপডেট: ৬ জুন ২০২১ ১৯:৪১

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে সাড়ে ১০ বছর আগে সর্বোচ্চ আর্থিক ও শেয়ার লেনদেন হয়েছিল। রোববার (৬ জুন) সেই রেকর্ডের খুব কাছাকাছি গেল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন ডিএসইতে দুই হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে ২ হাজার ৭১০ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়। গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর রোববার ডিএসইতে গত সাড়ে দশ বছরের মধ্যে একদিনে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু রোববার পুঁজিবাজারে আর্থিক লেনদেন বাড়লেও কমেছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স। দিনশেষে ডিএসইতে ৩৬৬টি কোম্পানির ৭৯ কোটি ৪৬ লাখ ১ হাজার ৮২৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৪৫টির, কমেছে ২০১ টির এবং ২০টির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাড়ায় ২ হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৮২ কোটি টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএসই শরিয়া সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯২টি কোম্পানির ৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৩২৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৬৩ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার সর্বোচ্চ লেনদেন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর