Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মসেতুর সার্বিক অগ্রগতি ৮৬ ভাগ: সেতুমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ১৭:১৩ | আপডেট: ৬ জুন ২০২১ ১৮:৪৩

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজ ৯৩ দশমিক ৫০ ভাগ শেষ হয়েছে। এছাড়া নদীশাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ সম্পন্ন হয়েছে।

রোববার (৬ জুন) দুপুরে বনানী সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে এসব কথা জানান। সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মার মূল সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৬২৭টি এবং ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৮৪৭টি রেলওয়ে স্ল্যাব স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, কর্ণফুলী নদীর তলদেশে দুই টিউববিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ২ হাজার ৪৫০ মিটার দীর্ঘ প্রথম টানেল টিউবের রিং প্রতিস্থাপনসহ ৮১৫ মিটার রোড স্ল্যাব ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় টানেল টিউবের ১ হাজার ৬১০ মিটারের বোরিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ ভাগ।

এ সময় সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, বিভিন্ন প্রকল্পের পরিচালসহ সেতুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

৮৬ ভাগ ওবায়দুল কাদের পদ্মাসেতু সার্বিক অগ্রগতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর