Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম বদলে যাচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ১৭:১০ | আপডেট: ৬ জুন ২০২১ ১৮:৪০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম বদলে যাচ্ছে। এই কলেজের নতুন নাম হবে ‘গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স’। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রের তথ্যমতে, শিক্ষা মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত চলতি সপ্তাহে নির্দেশনা আকারে প্রকাশ করা হবে। নতুন নাম অনুসারে প্রয়োজনীয় কাগজপত্রও পরিবর্তন করা হবে।

বিজ্ঞাপন

এদিকে ঢাবি’র গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্গত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৭ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই ইউনিটে শুধুমাত্র নারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এই ইউনিটে ভর্তির জন্য অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৫ জুন থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৩১ জুলাই। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

উল্লেখ্য, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ। যুক্তরাষ্ট্রের ফোর্ড ফাউন্ডেশন ও ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির সহায়তায় কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এটি দেশের পেশাভিত্তিক নারীদের শিক্ষা প্রতিষ্ঠান।

শুরুতে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক এবং ১৯৬৩ সাল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান শুরু হয়। এরপর ১৯৭৩ সালে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি স্নাতক সম্মান (গার্হস্থ্য অর্থনীতি) কোর্স চালু হয়। তারই ধারাবাহিকতায় ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে সমন্বিত গার্হস্থ্য অর্থনীতি থেকে ৫টি বিভাগে ৫টি সম্মান কোর্স চালু করা হয়।

বিজ্ঞাপন

বিভাগগুলো হলো— খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, সম্পদ ব্যাবস্থাপনা ও এন্টারপ্রেনরশিপ, শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা এবং বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প।

সারাবাংলা/টিএস/এনএস

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স নাম বদল সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর