Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু, শনাক্ত ১৬৭৬

সারাবাংলা ডেস্ক
৬ জুন ২০২১ ১৬:৩৮ | আপডেট: ৬ জুন ২০২১ ১৭:৫৯

ঢাকা: সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৬ জনের শরীরে। ফলে গত ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে।

রোববার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় আগের দিনের মতোই ৫০৯টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। তবে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ১১৫টি। সেখানে এদিন ১৫ হাজার ৫২৯টি নমুনা সংগ্রহ করে আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬১৩টি। এ নিয়ে দেশে মোট ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩টি নমুনা পরীক্ষা করা হলো।

নমুনা পরীক্ষার মতো গত ২৪ ঘণ্টায় শনাক্তের পরিমাণও বেড়েছে। আগের দিন ১ হাজার ৪৪৭ জনের শরীরের করোনা শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১ হাজার ৬৭৬ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১০ হাজার ৯৯০ জনে।

এদিকে গতকালের চেয়ে এদিন কমেছে সংক্রমণের হার। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ০৩ শতাংশ। সেখানে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার কমে হয়েছে ১০ দশমিক ৭৩ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে আগের দিন ১ হাজার ৬৬৭ জন সুস্থ হয়ে উঠেছিলেন। সেখানে গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমিত ব্যক্তিদের সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, আগের দিন করোনা সংক্রমণ নিয়ে ৪৩ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮৩৯ জনে। করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে একজন মারা গেছেন বাসায়। বাকি ৩৭ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ১৩ জন নারী।

গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুই জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী তিন জন এবং ৫১ থেকে ৬০ বছর বয়সী নয় জন মারা গেছেন। আর সবচেয়ে বেশি ২৩ জন মারা গেছেন ৬০ বছরের বেশি বয়সী।

গত ২৪ ঘণ্টায় ঢাকা চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন চার জন করে। এর বাইরে খুলনা বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে এক জন, সিলেট বিভাগে তিন জন, রংপুর বিভাগে পাঁচ জন ও ময়মনসিংহ বিভাগে তিন জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/পিটিএম

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর