১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাব
৬ জুন ২০২১ ১৫:১০ | আপডেট: ৬ জুন ২০২১ ১৬:৫৮
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে টানা দুই মাস ধরে চলমান বিধিনিষেধ শেষ হচ্ছে আজ রোববার (৬ জুন) মধ্যরাতে। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ আরও ১০ দিন অর্থাৎ ১৬ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে শনিবার (৫ জুন) দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৪৭ জন।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আরেকদফা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ সম্বলিত নথি প্রধানমন্ত্রীর অনুমতির জন্য পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি পাবে বিধিনিষেধ।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। প্রথম দিকে যানবাহন চলাচল, অফিস আদালতের কার্যক্রমে কঠোরতা থাকলেও পরে ধাপে ধাপে তা শিথিল করা হয়। জীবন জীবিকার কথা চিন্তা করে খুলে দেওয়া হয় শপিংমল দোকানপাট, গণপরিবহনও। সবশেষ গত ৩০ মে সাতদিন বিধিনিষেধ বাড়ানো হয়। যা রোববার (৬ মে) মধ্যরাতে শেষ হচ্ছে।
সারাবাংলা/জেআর/এএম