চট্টগ্রামে বজ্রপাতে ২ নারীর মৃত্যু
৬ জুন ২০২১ ১৩:৪৮
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে দু’জন।
রোববার (৬ জুন) সকালে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর ওয়ার্ডের ডলুর পাড়ায় এ ঘটনা ঘটেছে।
মৃত দুজন হলেন লাকী দাশ (৩৮) ও ভানু শীল (৪০)।
এ ছাড়া মালতী রানী দাশ (৫০), শোভা রানী দাশ (৪৫) নামে আরও দু’জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, তারা চারজনই একই গ্রামের একই পাড়ার বাসিন্দা। পরস্পরের প্রতিবেশী। সকালে তারা ক্ষেতে মরিচ তুলতে গিয়েছিলেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘উনারা যখন ক্ষেতে যান, তখন বৃষ্টি ছিল না। কিন্তু তারা ক্ষেতে থাকা অবস্থায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতে তারা আহত হন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক লাকী ও ভানুকে মৃত ঘোষণা করেন।’
আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/একে