Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ঘাঁটি এলাকা পেয়ারাবাগান এর ৫০ বছর উদযাপনের উদ্যোগ

সারাবাংলা ডেস্ক
৬ জুন ২০২১ ১২:০১

ঢাকা: এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ’৭১ এর বিপ্লবী মুক্তিযুদ্ধে প্রথম ঘাঁটি এলাকা পেয়ারাবাগান এর ৫০ বছর উদযাপন জাতীয় কমিটি বিভিন্ন উদযাপন কর্মসূচি তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব মুনীর মোরশেদ লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

শুক্রবার (৪ জুন) এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তব্যে বলা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পূর্ববাংলার জনগণ সংগ্রাম ও আত্মত্যাগের মহান বীরত্বগাথা তৈরি করেছেন। প্রাণের চেয়ে প্রিয় স্বাধীনতার জন্য লাখ লাখ জনগণ আত্মবলিদান করেছেন। যুদ্ধে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু পূর্ববাংলার শ্রমিক, কৃষক, নিপীড়িত জাতি ও জনগণের স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি। ফলে শোষিত জনগণ মুক্ত হতে পারেননি। তাই, জাতীয় স্বাধীনতা ও গণমুক্তির লড়াই আজও চলছে। শোষক লুটেরাদের ফ্যাসিবাদী রাজত্বে জনগণের চরম অধিকারহীনতার মধ্যেই আমরা আজ ’৭১ এর মুক্তিযুদ্ধের ৫০ বছর পার করছি।

’৭১ এর বিপ্লবী মুক্তিযুদ্ধে প্রথম ঘাঁটি এলাকা পেয়ারাবাগানের ৫০ বছর বিশেষভাবে উদযাপনের যৌক্তিকতা তুলে ধরতে বক্তব্যে বলা হয়েছে, গত ৫০ বছর যাবত বাংলাদেশে ভারত ও আমেরিকা, রাশিয়া, চীনসহ সাম্রাজ্যবাদ ও দালালদের নিয়ন্ত্রণ এবং শ্রমিক কৃষক শোষিত জনগণের অধিকারহীনতায় প্রমাণিত হয়েছে ’৭১ এর আত্মনির্ভর বিপ্লবী মুক্তিযুদ্ধের পথই হলো জনগণের মুক্তির প্রকৃত পথ। মুক্তি পেতে হলে জনগণকে এ পথই অবলম্বন করতে হবে। দেশের মুক্তিকামী জনগণের কাছে তাই ’৭১ এর বিপ্লবী মুক্তিযুদ্ধের প্রথম ঘাঁটিএলাকা পেয়ারাবাগানের পথকে তুলে ধরা জরুরি। সে জন্য নতুনভাবে শৃঙ্খলে আবদ্ধ জনগণের মুক্তির পথ পেয়ারাবাগান ও বিপ্লবী মুক্তিযুদ্ধের অর্ধশত বার্ষিকী উদযাপন করা প্রয়োজন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এ জাতীয় কমিটি আগামী ২৯ অক্টোবর ঢাকায় আলোচনা, স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা পেয়ারাবাগানের ৫০ বছর উপলক্ষে পোস্টার/ই-পোস্টার, ফোল্ডার প্যাম্পলেট/ভাঁজপত্র, স্মারক সংকলন, প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন প্রকাশনা প্রকাশ ও প্রচারের উদ্যোগ নিয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে কথা বলেন জাতীয় কমিটি ও নির্বাহী কমিটির সদস্য হামিদুল হক, জাফর হোসেন, আব্দুর রব, বাদল শাহ আলম এবং মাসুদ খান। এ ছাড়াও সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সদ্যদের অনেকেই ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

৭১ এর মুক্তিযুদ্ধ ঘাঁটি এলাকা পেয়ারাবাগান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর