বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ১৩২ মৃত্যু
৬ জুন ২০২১ ১১:১৬
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সোলহান গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
শনিবার (৫ জুন) রাতভর হামলায় স্থানীয় বাজার এবং জনপদে পুড়িয়ে দেওয়া হয় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।তবে, এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
এদিকে, দেশটিতে সর্বশেষ জঙ্গি হামলার ঘটনায় ‘তীব্র ক্ষোভ’ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
হামলায় প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে। এক টুইটার বার্তায় তিনি বলেন, অবশ্যই অশুভ শক্তিকে মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের মতো বুরকিনা ফাসোতেও তীব্র নিরাপত্তার সংকট। প্রায়ই সশস্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন এলাকায় হানা দেয় হত্যা-লুণ্ঠন-অপহরণ করে থাকে।
অন্যদিকে, সন্ত্রাসী হামলা বেড়ে চলায় মে মাসেই বুরকিনাবি সেনাবাহিনী একটি বড় অভিযান পরিচালনা করে। তারপরেও সহিংসতা ঠেকানো সম্ভব হচ্ছে না। দুই বছরে সশস্ত্র সহিংসতায় দেশটি থেকে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সারাবাংলা/একেএম