Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ দিবস উপলক্ষে ৩১শ গাছ লাগাবে ৩১তম বিসিএস অ্যাসোসিয়েশন

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ০১:৪১

ঢাকা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। আগামী কয়েক মাস ধরে চলবে এই কর্মসূচি। আর এর আওতায় সারাদেশে ৩১শ গাছ লাগাবে সংগঠনটি।

শনিবার (৫ জুন) আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বিভিন্ন প্রজাতির ৪৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

শনিবার রাতে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের (সকল ক্যাডার) তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. আবু নাছের বলেন, পুরো বর্ষাকালজুড়ে দেশব্যাপী নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে গুরুত্ব দিয়ে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে উদ্বুদ্ধ হয়ে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন আগামী তিন মাস ধরে ঢাকা শহরের অদূরবর্তী গ্রামসহ সারাদেশের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ন্যূনতম ৩১শ গাছের চারা রোপণ করবে।

বৃক্ষরোপণ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একটি বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের লক্ষে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন বৃক্ষরোপণের মহতী উদ্যোগ শুরু করেছে। পুরো বর্ষাকালজুড়েই আমাদের এই কার্যক্রম চলবে। আমরা কেন্দ্রীয়ভাবে সারাদেশে কমপক্ষে ৩১শ গাছ লাগাব। এছাড়াও সারাদেশে ৩১তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের সব সদস্যকে আমরা পুরোদমে এই বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রতিবছর বৃক্ষরোপণ করে আসছে। আমাদের এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্যের মধ্যে তথ্য ক্যাডারের মাহফজুল ইসলাম, মো. আবু নাছের, শেখ রাসেল, মো. দুলাল হোসাইন, মো. নাজমুল হাসান ও ইফতেখার হোসেন; প্রশাসন ক্যাডারের হাসানুজ্জামান; পরিবার পরিকল্পনা ক্যাডারের সবুজ হাওলাদার; পুলিশ ক্যাডারের মুহিত কবির সেরনিয়াবাত ও মুহিত চৌধুরী; শিক্ষা ক্যাডারের এম এ বাসার; পররাষ্ট্র ক্যাডারের হাসান আব্দুল্লাহ তৌহিদ; কৃষি ক্যাডারের কবির জুয়েল ও শুভ দাস; ট্যাক্সেশন ক্যাডারের মো. নাজমুল ইসলাম ও মেহেদী মাসুদ ফয়সাল; স্বাস্থ্য ক্যাডারের রহমান শুভ্র; এবং পিডাব্লিউডি ক্যাডারের মো. হারুনুর রশীদ একটি করে গাছের চারা রোপণ করেন।

এ সময় বাংলাদেশ বেতারের  অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আল-আমিন খান, বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের পরিচালক মুহাম্মদ শরীফুল কাদেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/টিআর

৩১তম বিসিএস অ্যাসোসিয়েশন পরিবেশ দিবস বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর