Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়ে সেজে প্রেম করে অপহরণ ও টাকা আদায়, বেরোবির ৪ ছাত্র গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ০০:১৮

রংপুর: ভুয়া ফেসবুক আইডি খুলে মেয়ে সেজে প্রেমের পর অপহরণ করে টাকা আদায়ের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ী এলাকার কলিমুদ্দিন মণ্ডলের ছেলে ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র মানিক রহমান সাজু (২৭), পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার মংলু চন্দ্রের ছেলে ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র দুলাল চন্দ্র (২৭), লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা এলাকার পুলিন চন্দ্রের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র জগত পতি (২৬), লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী এলাকার বারেক মিয়ার ছেলে ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র শাহ আলম সাদেক (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা ফেসবুকে ‘সিনথিয়া’ নামে একটি ভুয়া আইডি খুলে নীলফামারীর ডিমলা এলাকার খোকরুজ্জামান মিয়ার ছেলে আসাদুজ্জামানকে (২৬) প্রেমের ফাঁদে ফেলেন। দীর্ঘদিন ধরে মেয়েলি কণ্ঠে কথাও বলে আসছিলেন আটককৃতরা। শনিবার দুপুরে আসাদুজ্জামানকে দেখা করার কথা বলে রংপুরের কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে আসেন। এরপর ৬-৭ জন মিলে আসাদুজ্জামানকে কৌশলে জিম্মি করে দুপুর একটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে জঙ্গলের ভেতরে নিয়ে যান। পরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছে ফোনের মাধ্যমে টাকা দাবি করেন। এক পর্যায়ে মারধর করে বিকাশে ২৩ হাজার টাকা এবং একটি ফাঁকা স্ট্যাম্পে সই নেন।

বিজ্ঞাপন

পরে আসাদুজ্জামানকে ছেড়ে দিলে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ অপহরণকারীদের সর্দারপাড়া থেকে আটক করে। এরপর সন্ধ্যায় তাজহাট থানায় আসাদুজ্জামান বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, ‘গ্রেফতরকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। বাকি অজ্ঞাত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/পিটিএম

৪ ছাত্র অপহরণ গ্রেফতার টপ নিউজ টাকা আদায় মেয়ে সেজে প্রেম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর