Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার দ্বারা কেউ ব্যক্তিগত আক্রোশের শিকার হবে না: খুবি উপাচার্য

খুবি করেসপন্ডেন্ট
৫ জুন ২০২১ ২২:৫১ | আপডেট: ৫ জুন ২০২১ ২৩:৩৬

খুলনা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবার গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয়টিতে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে কেউ তার ব্যক্তিগত আক্রোশের শিকার হবেন না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

শনিবার (৫ ‍জুন) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন খুবি উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরতদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, আমার দ্বারা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত আক্রোশের শিকার হবে না। আশা করি গঠনমূলক আলোচনা-সমালোচনা করার মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নেব।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপাচার্য খুবি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমরা এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় আরটি-পিসিআর ল্যাব চালুর বিষয়ে কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি সংরক্ষণের মহাপরিকল্পনাও আমরা গ্রহণ করব।

নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অর্জন, গবেষণায় সাফল্যের কথা, প্রাথমিক পরিকল্পনা, অতি সাম্প্রতিক গৃহীত পদক্ষেপ এবং চ্যালেঞ্জগুলো সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। উপাচার্য বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের জায়গা রয়েছে— দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি গবেষণা। এই গবেষণাই একটি দেশ, জাতি, সমাজ ও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখতে পারে। উন্নত বিশ্বের আর্থসামাজিক ও প্রযুক্তিগত সমৃদ্ধির মূলে কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও দিকনির্দেশনা। করোনা মহামারির সময়ে বিশ্বের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের নিরন্তর গবেষণার মাধ্যমে  ভ্যাকসিন উদ্ভাবন হয়েছে। এরকম সংকটের সমাধান ও সম্ভাবনার বিকাশে বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞাপন

খুবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমনসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

অধ্যাপক ড. মাহমুদ হোসেন খুবি উপাচার্য মতবিনিময় সভা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর