৫০০ ডলারে মালয়েশিয়া!
৫ জুন ২০২১ ২২:২৭ | আপডেট: ৬ জুন ২০২১ ০৯:৪৬
ঢাকা: মাত্র ৫০০ ডলারে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখানো এক প্রতারককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির সঙ্গে এমন প্রতারণামূলক লেনদেনের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক সারাবাংলাকে জানিয়েছেন, শনিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে থেকে গ্রেফতার করা হয় ওমর ফারুক হেলালী ওরফে রাকিব নামের ওই প্রতারককে।
বিমানবন্দর আর্মড পুলিশ জানিয়েছে, বিদেশে যেতে ইচ্ছুক শাহ আলম প্রদীপকে ৫০০ মার্কিন ডলারের বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয় অভিযুক্ত ওমর ফারুক হেলালী ওরফে রাকিব (২৬)। এরপর শাহ আলমকে আজ ৫০০ ডলারসহ বিমানবন্দরে উপস্থিত হতে বলেন রাকিব। তার কথামতো শাহ আলম বিমানবন্দরে হাজির হন। তার কাছ থেকে পাসপোর্ট ও ৫০০ ডলার নিয়ে তাকে ১ নম্বর টার্মিনালের সামনে অপেক্ষা করতে বলে সটকে পড়ার চেষ্টা করেন রাকিব। এসময় তাকে বিমানবন্দর আর্মড পুলিশ আটক করে।
বিদেশে যেতে ইচ্ছুক শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাকিবের সঙ্গে তার পরিচয় তারই ভাইয়ের ছেলের মাধ্যমে। পরে রাকিবের কথা অনুযায়ী আজ (শনিবার) তিনি পাসপোর্ট আর ৫০০ ডলার নিয়ে বিমানবন্দরে এসেছেন। পরে রাকিবকে পাসপোর্ট আর সেই ডলার দিতেই পুলিশ তাকে আটক করে। শাহ আলম বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছিলেন।
প্রতারক রাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ।
সারাবাংলা/ইউজে/টিআর