Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ারের টিউশন ফিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিশেষ ছাড়

সারাবাংলা ডেস্ক
৫ জুন ২০২১ ১৯:৫০

চট্টগ্রাম ব্যুরো: দেশের পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের টিউশন ফিতে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি। দেশের কোনো বিশ্ববিদ্যালয় প্রথম এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (৫ জুন) সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি ড. অনুপম সেন।

বিজ্ঞাপন

অনলাইনের মাধ্যমে সভায় যোগ দেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবারের সভায় এর আগে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। গত ২ জুন একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী সভায় অবহিত করা হয় এবং মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রামের ফি নির্ধারণ বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা-দীক্ষায় এগিয়ে নিতে, প্রিমিয়ার ইউনিভার্সিটির সব বিষয়ের টিউশন ফিতে তাদের জন্য বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সেটি অনুমোদনও হয়েছে।

সভায় গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া পেমেন্ট গেটওয়ে এসএসএল এবং রকেটের অফার অনুমোদন করা হয়। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞাপন

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার একেএম তফজল হক, সমাজবিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন তৌফিক সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির। সদস্য সচিব প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমানও ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

ক্ষুদ্র নৃগোষ্ঠী চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি বিশেষ ছাড়