Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীকে ‘বোকা বানিয়ে’ ৩ লাখ টাকা নিয়ে চম্পট, রিকশাচালক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২১ ১৯:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে যাত্রীকে ‘বোকা বানিয়ে’ তিন লাখ টাকা নিয়ে চম্পট দেওয়া এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে কুমিল্লার বাঙ্গুরা বাজার থেকে অটোরিকশা চালককে গ্রেফতারের পাশাপাশি টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেফতার অটোরিকশা চালক মো. ফারুকের (৪২) বাড়ি কুমিল্লার বাঙ্গুরা বাজারে। তবে সে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর পাড় এলাকায় এক প্রবাসীর বাসায় ভাড়া থাকতেন।

ঘটনার বর্ণনা দিয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া সারাবাংলাকে জানান, ফারুক চট্টগ্রাম নগরীতেই অটোরিকশা চালাতেন। ভাড়াটিয়া হওয়ার সুবাদে প্রবাসীর পরিবারের সদস্যরা সবসময় তার অটোরিকশাতেই যাতায়াত করতেন। গত ১ জুন ফারুক সেখান থেকে বাসা পাল্টে ফেলে।

রাজেশ বড়ুয়া বলেন, ‘কয়েকদিন আগে ওই প্রবাসী তার শ্যালকের কাছে তিন লাখ টাকা পাঠান। ৩ জুন প্রবাসীর ছেলে ইমরান হোসেন সে টাকা আনতে ফারুককে নিয়ে বায়েজিদ বোস্তামি থানার আমিন কলোনিতে যান। ইমরান টাকা নিয়ে মৌলভীপুকুর পাড়ের বাসায় ফেরার সময় টাকার ব্যাগ অটোরিকশার টুলবক্সে রাখেন। চান্দগাঁও শমসের পাড়া ডেন্টাল কলেজের সামনে আসার পর ফারুক হঠাৎ ত্রুটির কথা বলে অটোরিকশার স্টার্ট বন্ধ করেন। ত্রুটি সারানোর জন্য ইমরানকে দোকানে পাঠান ব্লেড ও ম্যাচ আনার জন্য। ইমরান দোকানে যাবার পর দ্রুত অটোরিকশা নিয়ে চম্পট দেন ফারুক। সেখানে তিন লাখ টাকা ছিল।’

পুলিশ পরিদর্শক রাজেশ জানান, ইমরানের কাছ থেকে অভিযোগ পেয়ে চান্দগাঁও থানা পুলিশ ফারুকের সন্ধানে অভিযান শুরু করে। এক পর্যায়ে কুমিল্লার বাঙ্গুরা বাজারে তার অবস্থান শনাক্ত করে। সেখানে অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, বাকি এক লাখ টাকা দিয়ে সে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন কিনেছে।

বিজ্ঞাপন

এদিকে ফারুকের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ নগরীর পাঁচলাইশ এলাকা থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে বলে জানিয়েছেন পরিদর্শক রজেশ বড়ুয়া।

সারাবাংলা/আরডি/পিটিএম

ছিনতাই তিন লাখ বোকা যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর