Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লক্ষ্যমাত্রার চেয়েও এগিয়েছে থার্ড টার্মিনালের নির্মাণ কাজ’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২১ ১৭:৪৮

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শেষ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শনিবার (৫ জুন) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণাধীন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, ‘চলতি বছরের জুন পর্যন্ত বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজের সাড়ে ১৪ শতাংশ শেষ হওয়ার কথা। কিন্তু বর্তমান সময় পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে সাড়ে ১৭ শতাংশ। এই টার্মিনালের আকার বর্তমান বিমানবন্দরের দুইগুণের বেশি। টার্মিনালের কাজের সঙ্গে আশকোনার হজক্যাম্প থেকে একটি টানেল করা হবে। এর মাধ্যমে হাজিরা হজক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।’

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় উন্নয়নের মহাসড়কে পা দিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এই টার্মিনালের সঙ্গে মেট্রোরেল সংযুক্ত থাকবে। টার্মিনালটি হবে সম্পূর্ণ অটোমেটেড। দৃষ্টিনন্দন এই বিমানবন্দরে পা রেখেই একজন বিদেশি বাংলাদেশের সৌন্দর্য অনুধাবন করতে পারবে। কোভিড আগ্রাসনে সারাবিশ্ব যখন থমকে ছিল তখন একদিনের জন্যেও বন্ধ হয়নি থার্ড টার্মিনালের কাজ। ২০২৩ সালের জুন মাসে এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে আমরা আশা করছি, নির্ধারিত সময়ের আগেই তা শেষ হবে।’

এ সময় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/পিটিএম

থার্ড টার্মিনাল বিমানবন্দর মো. মাহবুব আলী