এক রশিতে ঝুলছিল প্রেমিক-প্রেমিকা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২১ ১৩:৫৩ | আপডেট: ৫ জুন ২০২১ ১৮:৩৪
৫ জুন ২০২১ ১৩:৫৩ | আপডেট: ৫ জুন ২০২১ ১৮:৩৪
বরিশাল: একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল (১৯) ও নাসরিন আক্তার (১৩) নামে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (৫ জুন) সকালে পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববর্তী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সোহেল ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি একাদশ শ্রেণির ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাইবোন। ধারণা করা হচ্ছে, ভোর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
সারাবাংলা/এএম