Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলাকাবাসীর হাতে ৪১ বস্তা সরকারি চাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২১ ১৫:১৩

বরিশাল: জেলার উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে এক ব্যবসায়ীর ৪১ বস্তা চাল আটক করেছে এলাকাবাসীরা। বস্তাগুলোতে খাদ্য অধিদফতরের সরকারি সীল দেখে সন্দেহ হলে বস্তাগুলো আটক করেন তারা। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ৪১ বস্তা চাল স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় রেখেছেন।

ওই চালের বস্তাগুলোর একপাশে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা এবং খাদ্য অধিদফতরের সীল রয়েছে। শুক্রবার (৪ জুন) সকালে উজিরপুর মডেল থানার এসআই মো. মাহাবুব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বামরাইল বন্দরের চাল ব্যবসায়ী রশিক লাল ইজিবাইকে চালের বস্তাগুলো ভরে বাটাজোর এলাকার একটি দোকানে পাঠাচ্ছিলেন। এসময় ইজিবাইক ভর্তি চালের বস্তায় খাদ্য অধিদফতরের সরকারি লোগো দেখে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তির সন্দেহ হয়। পরে তারা চাল ভর্তি ইজিবাইক আটক করে থানা পুলিশকে খবর দেন।

এ বিষয়ে এসআই মো. মাহাবুব জানান, চালের বস্তার একপাশে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা এবং খাদ্য অধিদফতরের সীল রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর স্থানীয়দের উপস্থিতিতে ৪১ বস্তা চালের সিজার লিস্ট করে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমানের জিম্মায় রাখা হয়েছে।

উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস জানান, চালগুলো কোথা থেকে কিভাবে এসেছে, এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনএস

৪১ বস্তা সরকারি চাল বরিশাল সরকারি চাল আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর