তিয়েনআনমেন দিবস: স্মরণ কর্মসূচি থেকে নারী সংগঠক গ্রেফতার
৪ জুন ২০২১ ১৩:৫৮ | আপডেট: ৪ জুন ২০২১ ১৮:৫২
বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে চীনা সেনাবাহিনীর ‘হত্যাযজ্ঞ’ চালানোর ৩২তম বর্ষপূর্তির স্মরণ কর্মসূচি থেকে চৌ হাং তুং নামে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের এক শীর্ষ নারী সংগঠককে গ্রেফতার করেছে পুলিশ। যিনি এই কর্মসূচির আয়োজক হংকং অ্যালায়েন্সের ভাইস-চেয়ারপারসন।
তার বিরুদ্ধে করোনা সংক্রমণ মোকাবিলায় আরোপিত প্রশাসনিক বিধিনিষেধকে পাশ কাটিয়ে গণজমায়েত আয়োজনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২০২০ সালের চার জুনেও করোনা সংক্রমণ মোকাবিলার কথা বলে তিয়েনআনমেন দিবসে গণতন্ত্রপন্থিদের জড়ো হতে দেয়নি হংকংয়ের বেইজিংপন্থি নগর প্রশাসন।
প্রসঙ্গত, ১৯৮৯ সালের চীনা সেনাবাহিনীর ওই হত্যাযজ্ঞের স্মরণে হংকং এবং ম্যাকাওতে প্রতি বছর গণতন্ত্রপন্থিরা নানান কর্মসূচি পালন করে আসছে। চীনের অধীনে থাকা ওই দুই ভূ-খণ্ডের বোঝাপড়ার সম্পূর্ণ বিপরীতে অবস্থান বেইজিংয়ের।
সারাবাংলা/একেএম
গণতন্ত্রপন্থি নারী সংগঠক গ্রেফতার টপ নিউজ তিয়েনআনমেন স্কয়ার হংকং