Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে জেলা ছাত্রদলের সভাপতিসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২১ ০১:১৪

জয়পুরহাট: নাশকতার মামলায় জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ সাত জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান (৩৫), জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী (২৬), ছাত্রদল নেতা শাহরিয়ার কবির তামিম (২০) আসফাকুর রহমান পাপন (৩৩), আতিকুর রহমান সোহাগ (৩৪), হাসান আহমেদ রঞ্জু (২৮ ), সোরহাব ইসলাম (২০)।

বিজ্ঞাপন

ওসি আলমগীর জাহান বলেন, আটকরা চলতি বছরের ১৩ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়কের ব্যক্তিগত কার্যালয়ে জেলা ও উপজেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নাশকতার পরিকল্পনা করছিলেন। সেই মামলায় তাদের আটক করা হয়।

এদিকে ছাত্রদলের নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাছুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব।

সারাবাংলা/এসএসএ

জয়পুরহাট জেলা ছাত্রদল সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর