Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২১ ০০:৩২

প্রতীকী ছবি

জয়পুরহাট: জেলার পৃথক স্থানে বজ্রপাতে শাকিল হোসেন (২৩) নামে এক কলেজছাত্র ও ফারুক হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামে ও পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামে এসব ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাকিল আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের আজমাউলের ছেলে। সে জয়পুরহাট সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। আর নিহত ফারুক পাঁচবিবি ছোটমানিক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্কেলপুর উপজেলা রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা গ্রামের মাঠে শাকিলের গরু ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া ছিল। বিকেলে প্রচণ্ড বৃষ্টির মধ্যে গরু নিতে যায় শাকিল। এসময় বজ্রপাতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এদিকে পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামে পাটক্ষেতে সার দিতে যায় কৃষক ফারুক। এসময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসএ

জয়পুরহাট বজ্রপাত

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর